ভ্রমণ লেখনী দীর্ঘ দিন ধরেই এক প্রকার জনপ্রিয় সাহিত্য হয়ে আছে এবং লেখকরা শত শত বছর ধরে ভ্রমণকাহিনী লিখে আসছে। ফ্যাক্সিয়ান থেকে ইবনে বতুতা থেকে বিল ব্রায়সন পর্যন্ত, ভ্রমণ লেখনী অনেক মানুষয়েরই মনশ্চক্ষুর দৃষ্টি আকর্ষণ করেছে। বর্তমানের এই ইন্টারনেট যুগেও যেখানে মানুষ তার আঙ্গুলের মাথায় যেকোন জায়গা সম্পর্কে তথ্য রাখে, সেখানেও এখনো শিল্পানুগ ভ্রমণ লেখনীর একটা জায়গা রয়েছে। পড়তে থাকো, যদি তুমি জানতে চা্ কিভাবে তুমিও একজন ভ্রমণ লেখক হয়ে উঠবে।
স্থানীয়ভাবে শুরু কর
ভ্রমণ লেখনী শুধু মাত্র বহুদূরের বিদেশি জায়গা নিয়ে লিখা নয়, তবে সেগুলোও অনেক মজার। কিন্তু, সেগুলো ব্যায়বহুল এবং তুমি হয়ত বছরে মাত্র একটা বা দুইটা এমন যাত্রায় যেতে পারবে। তাহলে, তুমি বছরের বাঁকি সময় কি করেবে? এটা সেই সময়, যখন তুমি তোমার চারপাশের দিকে তাকাবে এবং নিজের শহর নিয়ে লিখবে। প্রতিটা জায়গাই কারো না কারো জন্য পর্যটণ কেন্দ্র, যদিও সেটা তোমার জন্য স্বদেশ হয়ে থাকে। তোমার শহরের স্থানীয় সাংস্কৃতিক উৎসব, খাবার, কেনাকাটার জায়গা এবং শহরের বিশেষত্ব নিয়ে কথা বল। ছুটির দিনগুলোতে নগরদুর্গ, হিল স্টেশন ও পার্শ্ববর্তী শহরগুলোতে ঘুরতে যাও এবং তাদের সম্পর্কে লিখ। ধীরোস্থির ভাবে, তুমি একটি বড় ভ্রমণ পোর্টফোলিও গড়ে তুলবে।
ব্লগ কর
পুরোনো লেখকদের উপরে নতুল লেখকদের একটা সুবিধা হল এই যে, তারা অতি সহজে তাদের লেখনী অনেক মানুষের কাছে পোঁছে দিতে পারে। একটি ব্লগ শুরু কর, একটি ওয়েবসাইট শুরু কর এবং অনলাইনে নিজের অস্তিত্ব নিয়ে নেও। এটি অপরিহার্য যখন তুমি ম্যাগাজিন ও খবরেরকাগজ গুলোতে চাকরীর জন্য অ্যাপ্লাই করতে চাইবে। তোমার ভ্রমণবৃত্তান্ত তোমার ব্লগে দিয়ে দেও এবং সম্ভাব্য নিয়োগকর্তাদেরকে তোমার কাজ দেখতে দেও। যদি তুমি একটি ভ্রমণকাহিনী লিখতে চাও, এটা তার জন্যেও কাজে দিবে। তোমার পাঠকদেরকে তোমার ভ্রমণের স্বাদ নিতে দেও এবং তাদেরকে তোমার বই কিনতে উৎসাহিত কর।
উপযুক্ত স্থান খুঁজে বের কর
ভ্রমণ লেখকরা তাদের যাত্রায় আকর্ষণীয় অনেক কিছুই খুঁজে পেতে পারে এবং তাদের সবকিছুর সম্পর্কে লিখতে চাইতে পারে। তবে, কিছু জিনিস অন্যান্যদের তুলনায় বেশি ভাল লাগে। কিছু মানুষদের জন্য তা খাবার হতে পারে। বিভিন্ন অঞ্চলের খাবার ও রন্ধনসম্পর্কীয় ঐতিহ্যে নানা রকম বৈচিত্র্যের থাকতে পারে, যা এক্সপ্লোর করা অনেক মজার হতে পারে। একইভাবে, একই ধর্ম বিভিন্ন অঞ্চলের বিভিন্নভাবে অনুসারিত হতে পারে। কিছু ভ্রমণ লেখক আছে যারা বিভিন্ন অঞ্চল খুঁজে বের করে অভিযানের জন্য, এবং বাঁকিরা বাজেট ট্রাভেল নিয়ে কথা বলে। তুমি যাই বেঁছে নেও না কেন, সেই নির্দিষ্ট জায়গায় উন্নতি করার ব্যাপক সুযোগ রয়েছে।
ভ্রমণ কর
মনে হতে পারে এটাই সবথেকে স্বাভাবিক কাজ, তবে তুমি এটা শুনে অবাক হবে যে অনেক সম্ভাব্য ভ্রমণ লেখকরাই ভাবে যে, তুমি ঘরের আরামের মাঝে থেকেই লিখতে পারবে। হ্যাঁ, এটা করা সম্ভব, কিন্তু তাতে উত্তেজনা এবং আবেগ থাকবে না, যা একটি আসল যাত্রা নিয়ে লিখিত লেখনীতে থাকে। যেকেউই ইন্টারনেট থেকে কোন জায়গার সম্পর্কে তথ্য নিতে পারে। যা একে আসলেই অদ্বিতীয় করে তুলে, তা হল তোমার ব্যক্তিগত নিবেশ। সেই জায়গাটা আসলেই ঘুরে আসো, যা নিয়ে তুমি লিখতে চাও এবং এই কাজের জন্য বন্ধু ও পরিবারের উপন নির্ভর কর না। তাদের যাত্রা হল তাদের গল্প, তোমার নয়।
চবি তুলে রাখো
ভ্রমণ লেখনী ভ্রমণ ফটোগ্রাফির সঙ্গে হাতে হাত কাজ করে। একটি ছবি একশত শব্দের সমান এবং এটি তোমার পাঠকের সাথে সংযোগ স্থাপন করার মাধ্যম গুলোর মাঝে একটি। এটা নিশ্চিত কর যে তুমি কমপক্ষে ফটোগ্রাফির বেসিক্স টা বুঝো এবং ভিন্ন দৃষ্টিকোণ ট্রাই কর। তোমাকে নিয়ে ও তোমাকে ছাড়া ছবি তুলো। তোমার ছবিগুলো হাই রেজুলেশণ হতে হবে, যেন তা প্রিন্ট করে বের করা যায় এবং ম্যাগাজিনে পাবলিশ করা যায়।
Image credit: Esmar Abdul Hamid on flickr and reproduced under Creative Commons 2.0[author] [author_image timthumb=’on’]https://writingtipsoasis.com/wp-content/uploads/2015/02/IMG_20141217_101736441.jpg[/author_image] [author_info]Kavitha is a freelance content writer and French translator, and has been working in this field since 2008. She has degrees in computer applications and international business and has a background in business and international trade. She enjoys learning languages and is currently learning Japanese. Her interests vary from books and writing to travelling and history.[/author_info] [/author]