আমাজন কেডিপি -র মত প্রচলিত মাধ্যম গুলোতে স্ব-প্রকাশনী করার সময় আগে থেকে সব কিছু পরিকল্পনা করে রাখতে হবে। উদাহরণ হিসেবে, যদি বেশ কিছু মানুষ তোমার মেইলিংলিস্টে অপেক্ষা করে তোমার ই-বুকটি রিলিস পাবার জন্য, তাহলে তোমার বইটি আমাজনের ওয়েবসাইট গুলোতে মুক্তির সাথে সাথে তুমি এর সেলস দেখতে পাবে। যদি আগে থেকে তোমার কোন পরিকল্পনা না থাকে, তাহলে বইটির এক কপিও বিক্রি হতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। এছাড়াও, সেলস বৃদ্ধি করার জন্য বেশ কিছু মার্কেটিং কর্মকান্ড প্রয়োজন।
সৌভাগ্যক্রমে, সামাজিক মিডিয়া উদীয়মান লেখকদের তাদের বইয়ের সম্পর্কে সম্ভাব্য ক্রেতাদের জানিয়ে দিতে অনেক বড় ভুমিকা পালন করছে। এটা আরো সুবিধাজনক, লেখকরা এটা নিজে নিজেই করতে পারে, তাদের মার্কেটিং প্রফেশনালসদের কোন অত্যাধিক ফিস প্রদান করতে হয় না। বিভিন্ন ব্যাবসা ও ই-বুক প্রচার করার জন্য ফেসবুক সবথেকে জনপ্রিয় ও কার্যকারী সামাজিক মিডিয়া মাধ্যম। কিভাবে মার্কেটিং কর্মকান্ডের জন্য আপনার ফেসবুক পেজ ব্যাবহার করতে পারেন তা জানার জন্য পড়তে থাকুন।
একটি ফেসবুক পেজ বানাও
শুরু করার জন্য, তোমাকে একটি ফেসবুক পেজ খুলতে হবে। ঠিক করে নেও যে, ফেসবুক পেজটি একজন লেখক হিসেবে তোমার নামে নামকরণ করা হবে, নাকি সেটা তোমার কোন বইয়ের নাম অনুযায়ী নামকরণ করা হবে। একটি তোমার সফল বইগুলোর মার্কেটিং এর জন্য কার্যকর হবে, অন্যটি তোমার পাঠকদের জন্য তোমার বইগুলো ক্যাটাগরিতে ভাগ করে সাহায্য করবে, তাই সেটা বেঁছে নেও, যা তোমার জন্য ভাল কাজ করে।
নিশ্চিত কর তোমার বিবরণী ভাল দেওয়া আছে
যদি তোমার ফেসবুক পেজে তোমার বই পাঠকরা থাকে, তাহলে একটা পেজ যা তারা দেখবেই সেটা হল “আবাউট” পেজ। এখানে তারা তোমার পেজের বিবরণ দেখতে পারবে এবং তোমার ওয়েবসাইটের ঠিকানা পাবে। বিবরণী তে তোমার ও তোমার কাজের সম্পর্কে লিখো এবং নিশ্চিত কর তা আকর্ষক ও আগ্রহজনক হয়, যা তাদেকে তোমার ওয়েবসাইটে যেতে প্রলোভিত করবে।
তোমার টার্গেটকৃত জনগণের উপর ভিত্তি করে কন্টেন্ট পোস্ট কর
ষ তোমার ফেসবুক পেজে তোমার কেনম ইমেজ প্রতিফলন করতে চাও? তোমার পাঠকদের বয়সের গ্রুপ, ব্যক্তিত্ব, অথবা পেশার উপর ভিত্তি করে বিবেচনা কর। তুমি তোমার পোস্ট গুলোর স্বর প্রফেশনাল রাখতে চাইতে পারো, যদি তুমি ব্যাবসার উপর লিখা বই বাজারজাত করতে চাও। অন্যদিকে, প্রাপ্তবয়স্ক তরুণরা দর্শনীয় বস্তু যেমন ফটো বা ইনফোগ্রাফিক্স এর প্রতি বেশি প্রতিক্রিয়াশীল হবে। তোমার টার্গেটেড দর্শককের উপর নির্ভর করবে তোমার কভার ফটো এবং প্রোফাইল ফটো কেমন হবে। উদাহরণ হিসেবে, তোমার কভার ফটো তোমার ই-বুকের কভার হতে পারে এবং প্রোফাইল ফটো তোমার একটি ভাল ছবি হতে পারে।
কৌশলগতভাবে তোমার পোস্টের ফ্রিকোয়েন্সি নির্ধারণ করে নেও
তোমার ফেসবুক পেজে অতিরিক্ত পোস্ট করলে তা তোমার পাঠকদের বিরক্ত করবে এবং নতুন কিছু তৈরি করতে অনেক দিন সময় লাগালে তোমার পাঠকরা তোমার সম্পর্কে ভুলে যাবে। সবথেকে বেশি ভিউ পাবার জন্য তোমার পোস্ট কৌশলগতভাবে শিডিউল করে রাখা উচিত। দিনে দুই বার আপডেট করার চেষ্টা কর, একবার সকালে এবং একবার বিকেলে, ফলে তা বিভিন্ন ধরণের দর্শক আকর্ষণ করার জন্য কার্যকর হয়ে উঠবে।
তোমার ই-বুক সম্পর্কে বেশি কিছু বলা থেকে বিরত থাকো
হ্যাঁ, তোমার ফেসবুক পেজের উদ্দেশ্য হল তোমার প্রোডাক্ট সম্পর্কে মানুষদের ইনফর্ম করা। তবে ধান্দাবাজ হলে তা তোমার কাজে সাহায্য করবে না। ফেসবুক ব্যাবহারকারিরা আকর্ষণীয় এবং সহায়ক বস্তু পছন্দ করে। এর প্রতিদানে, তারা তোমাকে একজন দক্ষ ব্যক্তি হিসিবে গণ্য করবে এবং এবং তারা তোমার ই-বুকের মাধ্যমে পাওয়া তথ্য বা বিনোদন এর জন্য টাকা খরচ করতে বেশি ইচ্ছুক হবেন। উদাহরণ হিসেবে, তুমি যদি ট্র্যাভেল এর উপর ই-বুক বিক্রি করতে চাও, তাহলে তুমি বাস্তবিক টিপস পোস্ট করতে পারো অথবা নির্দিষ্ট ক্রেতার দৃষ্টি আকর্ষণ করার জন্য সেরা গন্তব্যস্থলগুলো পোস্ট করে জানাতে পারো।
তোমার ই-বুক প্রচার করতে অন্যদের সাহায্য নেও
আশা করছি, তুমি তোমার মূল ফেসবুক অ্যাকাউন্ট ব্যাবহার করছ প্রভাবশালী বন্ধুর একটি লিস্ট তৈরি করতে। এর মধ্যে অন্যান্য লেখক ও সম্পাদক, এবং শিল্প বিশেষজ্ঞও থাকতে পারে। এই ব্যক্তিরাও ফেসবুক এর মাধ্যমে তাদের নিজের জিনিস শেয়ার করে থাকবেন।
যখনই তুমি একটি মজাদার প্রবন্ধ, ভিডিও না পডক্যাস্ট খুঁজে পাবা, যা তোমার ফেসবুক ফলোয়ারসদের জন্য মজাদার হতে পারে, সেটরা সৃজনকর্তাকে একটি সংক্ষিপ্ত ধন্যবাদ জানিয়ে তা উদারভাবে শেয়ার করে দেও। ঐ সৃজনকর্তা এটা লক্ষ করবে যে তুমি তোমার পেজে তার জিনিস শেয়ার করেছ, এবং সেও হয়ত তোমার কোন পোস্ট, যা তোমার ই-বুক এর সাথে সম্পর্কযুক্, তা শেয়ার করে সাহায্য করবে।
Image credit: Robert Scoble on flickr and reproduced under Creative Commons 2.0[author] [author_image timthumb=’on’]https://writingtipsoasis.com/wp-content/uploads/2014/01/hv1.jpg[/author_image] [author_info]Hiten Vyas is the Founder and Managing Editor of eBooks India. He is also a prolific eBook writer with over 25 titles to his name.[/author_info] [/author]