ভাল লিখনির উচিত পাঠকদেরকে এমন একটি সুন্দর দুনিয়াতে নিয়ে যাওয়া যা কাল্পনিক সৃষ্টি ও চরিত্র দিয়ে পরিপূর্ণ, যা দেখে মনে হবে তাদের নিজস্ব চিন্তাশক্তি রয়েছে। কিন্তু, একটি বইয়ের কিছু জিনিস আছে যা পাঠকদেরকে হঠাৎ গল্পের বাহিরে নিয়ে আসে, যার ফলে বইয়ের গুণাগুণ নষ্ট হয়। এটা হল সেই ভুল যার সম্পর্কে লেখকদের সতর্ক থাকতে হবে এবং তারা কুখ্যাতি পাবার আগে এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে এটি সংশোধন করার জন্য। যদিও অনেকগুলোই সাধারণ ভুল রয়েছ যা লেখকদের প্রথম বইয়ে প্রায়ই দেখা যায়, এখানে সবথেকে সুস্পষ্টগোল দেখে নেও।
১। বলো না, দেখাও
গল্প লিখার একটি বড় সমস্যা যা প্রায়ই সুম্মুখিন হতে হয় তা হল লেখকরা প্রায় সবকিছুই একসাথে বলে দেয়। যদিও এটা সমস্যা নয়, তবে এটা সমস্যা হতে পারে যখন পাঠকদের একটি সিদ্ধান্তে নিজে নিজে উপনীত হতে না দিয়ে তাদের এক গাঁদা তথ্যের সুম্মুখিন হতে হয়। একটাই একটি ভাল লেখক ও খারাপ লেখকদের মধ্যে পার্থক্য নির্দেশ করে। একটা এই দুইটির মাঝে একটি শুরু লাইন এবং এটি কিভাবে পার হতে হবে তা একজন লেখককে শিখতেই হবে। এইভাবে গল্প বলা সব সময় উত্তম যেখানে পাঠকরা অনুভব করতে পারে কি ঘটেচলেছে, যেন তারা নিজেরাই গল্পের মাঝে আছে, বরং বাহিরের কোন দর্শক হওয়ার তুলনায়।
২। শব্দের দেওয়াল
একটি জিনিস যা কোন পাঠকই সুম্মুখিন হতে চায় না তা হল, শব্দের একটি দেওয়াল যা ক্রমাগত চলে যাচ্ছে তো যাচ্ছেই। যত ভালই তোমার দক্ষতাপূর্ণ বিবরণী হোক না কেন, যত চমৎকার তোমার চরিত্রাংকন হোক না কেন এবং যত ভালই তোমার গল্প হোক না কেন, তোমার পাঠকরা এটাই অনুভব করবে যে, তাদের দিকে ক্রমাগতভাবে শব্দ ছুড়ে মারা হচ্ছে, যদিনা তুমি একটি নির্দিষ্ট সময় পর পর তাদের একটু বিরতি দেও। অবশ্যই, অণুচ্ছেদগুলো একই দৈর্ঘের হওয়া উচিত নয় এবং অণুচ্ছেদের উদ্দেশ লিখাকে সমান ভাবে বণ্টন করা নয়, সেটি হল এক স্থান থাকে অন্য স্থানে গমন করা। তোমার কথাকে লেখার সুসাদ্ধু টুকরায় পরিণত কর, যা পাঠকরা সহজে ধরতে পারবে ও যা দীর্ঘ কালে আনন্দময় হয়ে উঠবে।
৩। অবিরাম পুনরাবৃত্তি
পুনরাবৃত্তি দুইভাবে করা যেতে পারে। একটি হল, কিছু প্রিয় শব্দের অতি ব্যাবহার যা তুমি জানোও না যে তুমি অতি ব্যাবহার করছ। শব্দ যেমন “আসলেই” ও “অনেক” এই ক্যাটাগরিতে পরে। যদিও টেকনিক্যালি এটি ত্রুটি হিসেবে ধরা যায় না, এটি গতানুগতিক লিখনিতে চলে। একই শব্দ বার বার ব্যাবহার না করেও তুমি আরো অনেক সৃজনশীল ভাবে কি বুঝাতে চাঁচ্ছো তা প্রকাশ করতে পারো। আরেক ধরণের পুনরাবৃত্তি হল যখন লেখক একই জিনিস বার বার বলেতে থাকে বিভিন্ন শব্দ এবং মাঝে মাঝে একই শব্দ ব্যাবহার করে। একটা গল্পকে এগিয়ে নিয়ে যায় না এবং পাঠকের জন্য বোরিং হয়ে যায়। এর একটি সমাধান এমন হতে পারে যে একই জিনিস বার বার বিভিন্ন ঘটনা ও গল্পের মাধ্যমে দেখানো এবং বহিঃস্থ জিনিস বাদ দিয়ে দেওয়া।
৪। শনাক্তকারী সর্বনাম
একটি সর্বনাম এমন ভাবে বর্ণিত হয় যে, একটি শব্দ যা বিশেষ্য পদের স্থান নিয়ে থাকে। সংক্ষেপে, সর্বনাম হল এমন একটি পদ যা একটি বিশেষ্যর পরিবর্তে বসে যেন প্রত্যেকবার উদ্দেশ্যকে বার বার উল্লেখ করতে না হয়। সর্বনামের কাজ হল বিশেষ্যকে নির্দেশ করা। এখন, যদি তোমার সর্বনামগুলো সে কাজ না করে থাকে তাহলে তুমি তাদের সঠিক ভাবে ব্যাবহার করছ না। কিছু বইয়ে এটা বুঝাই মুশকিল হয়ে যায় যে লেখক কি বা কাকে নিয়ে কথা বলছে, যখন তারা কোন কিছুর সম্পর্কে কথা বলছেন। এটা ফালতু লিখন এবং পাঠকদের কাছে অসন্মানজনক। এটা নিশ্চিত কর যে, তুমি কি বা কাকে নিয়ে লিখছ সেটা খুব স্পষ্ট হয়, যদিনা তোমার মনে হয়ে থাকে যে প্রসঙ্গই সকলের জন্য যথেষ্ট হবে।
৫। ক্লিচেস এড়ায়ে যাওয়া
যখন কোন কিছু প্রায়ই ও অনেক খোন ধরে ব্যাবহার করার হয়ে থাকে, তখন তা ক্লিচে –তে পরিণত হয়। ক্লিচে কিছু সময় অনেক কাজের হতে পারে, মানুষের জন্য সহজ করে দেয় তারা যা নির্দেশ করছে ও তারা জা প্রকাশ করতে চায়। কিন্তু, অতিরিক্ত ক্লিচে তোমার শব্দসমষ্টিতেঁ বা গল্পবলাতে থাকলে তা একটি ভাল পরিপূর্ণ পন্য হতে পারে না। এটা তাদের এমন অনুভব করায় যে তারা আসল কিছু পরছে না এবং এর সবকিছুই আগে হয়ে গেছে। এটা একটি নতুন অভিজ্ঞতা নয়, যা প্রতি টা বইয়েরই থাকা উচিত। কাজেই, এই সব মৃত শব্দসমষ্টি ব্যাবহার করা বন্ধ কর। সচারচর ব্যাবহারত ত্রপেস পরিহার কর, যা ঐ রীতিকে সংজ্ঞাইত করে। পাথির্ব জিনিস থাকে উপরে উঠো এবং এমন কিছ লিখ যা সত্যি সত্যিই অস্পর্শিত ও নতুন। তোমার পাঠকরা তোমার চেষ্টার কদর করবেই।
Image credit: Pixabay
[author] [author_image timthumb=’on’]https://writingtipsoasis.com/wp-content/uploads/2015/02/IMG_20141217_101736441.jpg[/author_image] [author_info]Kavitha is a freelance content writer and French translator, and has been working in this field since 2008. She has degrees in computer applications and international business and has a background in business and international trade. She enjoys learning languages and is currently learning Japanese. Her interests vary from books and writing to travelling and history.[/author_info] [/author]