ননফিকশন গল্পের দুইটি ফ্যাক্ট রয়েছে। প্রথমটি হল যে ননফিকশন গল্প শুধু শুষ্ক গদ্যের মাধ্যমে উপস্থাপন করা কিছু ফ্যাক্টের সঙ্কলন নয়। এটা ভাল গল্পবলার মাধ্যমে আকর্ষণিয় হয়ে উঠতে পারে(সত্য ফ্যাক্ট গুলো ঠিক রে, অবশ্যই)। এবং দ্বিতীয় ফ্যাক্ট হল, রান্নাবান্না থেকে শুরু করে ভ্রমণ এবং স্মৃতিকথাও এভাবে লিখা যেতে পারে। তাহলে, ননফিকশন গল্প লিখার চাবিকাঠি টা কি? চাবিকাঠি টি লেখকের ভঙ্গী ও গল্পবলার ক্ষমতার উপর নির্ভর করে। ননফিকশন লিখার সময় লেখকরা এটা প্রতিশ্রুতি করে যে তারা ফ্যাক্টকে ফ্যাক্টই রাখবে। এর মানে মন দারায় যে, যে কোন প্রকার সৃজনশীলতা ফ্যাক্টকে অযশ করে দিবে। তবে, লেখরা সৃজনশীল হয়েও ফ্যাক্ট গুলোকে ঠিক রাখতে পারেন, এবং তা কিভাবে করে যেতে পারে তার উপরে নিছে কিছু টিপস দেওয়া হল।
১। নতুন এবং খাঁটি হও
ননফিকশনে বেশ কিছু কুলুঙ্গি রয়েছে, তবে প্রধান প্রধান ক্যাটাগরি গুলো একই থাকে। তুমি হয়ত একটি ট্রাভেল বই, রান্নার বই, বা তোমার নিজের আত্মজীবনী লিখছ, তবে তুমি নতুন কিছু আবিষ্কার করছ না। কিন্তু, ঐ বিষয়ে তোমার দৃষ্টিভঙ্গি অদ্বিতীয় হতে হবে। তোমার ঐ ক্যাটাগরিতে বেশ কিছু বই পড়ে নেওয়া সবসময়ই একটা ভাল বুদ্ধি হতে পারে। তাহলে তুমি ধারনা নিতে পারবে ঐ বিষয়টায় লেখকদের দৃষ্টিভঙ্গি কেমন ছিল, এবং তারপর তুমি একটু ভিন্ন দিকে উগ্রসর হতে পারো। এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যদি তুমি ননফিকশনের জগৎ এ নতুন হয়ে থাকো – লক্ষিত হবার সব থেকে সেরা পথ হল নতুন ও অদ্বিতীয় হওয়া।
২। টোপ ফেলো, নিযুক্ত কর, বাধ্য কর
ননফিকশনের উপর তোমার অদ্বিতীয় দৃষ্টিভঙ্গি স্থাপন করার পরে, তোমাকে তোমার লেখার স্টাইলের উপর কাজ করতে হবে। শুরুর দিকে, তোমাকে আকর্ষণীয় ভাবে পাঠকদের ইনফরমেশন প্রদান করতে হবে – এইভাবে পাঠকদের উপর টোপ ফেলতে হবে। সহজ ও প্রবাহমান স্টাইলে অগ্রসর হতে থাকলে পাঠকরা আরো বেশি নিযুক্ত হবে এবং তাদেরকে তোমার গল্প পুরোটা পড়তে বাধ্য করবে। এর মানে হল, শুধু মাত্র তোমার গবেষণার একটা ফলাফল প্রদান করার পরিবর্তে, তুমি একটা গল্প উপস্থাপন করতে পারবে: গবেষনাটার কার্যপদ্ধতি, ফলাফল, এবং পুরো অভিজ্ঞতাটা তোমার উপর কেমন প্রভাবে ফেলেছে।
৩। জটিলের পরিবর্তে সহজ
যখন বিষয়টা স্টাইল ও ভাষার হয়, তুমি এটা চাবে না যে, তোমার ননফিকশন গল্পটি একটি পাঠবইের মত শুনাক। এটা বন্ধু, পরিবার বা পরিচিতদের কাছে পড়ে শুনাও – যদি তারা একঘেঁয়ে মনে করে, তাহলে তোমাকে তোমার গদ্যের উপর কাজ করতে হবে। বড় বড় বাক্য ও অণুচ্ছেদ যা চলতেই থাকে চলতেই থাকে, তার কথা একদমই ভুলে যাও। ছোট ও মিষ্টি সব সময় কঠিন ও জটিলের তুলনায় ভাল হয় – যা বেশি আরো পাঠকদের আকর্ষণ করে। তুমি তোমার পাঠকদের একই সাথে কিছু শেখানোর সাথে সাথে বিনোদনও দিতে চাও। যদি বিষয়টা হালকা হয় তাহলে কৌতুকরস ব্যাবহার কর, এবং ইনফর্মেশন গুলো ছোট ছোট অংশে প্রদান কর, যা সহজেই শোষণ করা যেতে পারে। মনে রাখবে, তোমার উদ্দেশ্য হল ননফিকশন গল্প লিখা – কিছু ঘটনার পুনরাবৃত্তি করা নয়।
৪। আবেগময় প্ররোচনা
পাঠককে তোমার জায়গায় রাখো, যদি তুমি তোমার জীবনের নান ঘটনার পুনরাবৃত্তি কর। শক্তিশালী শব্দ ব্যাবহার করে পাঠকদের মাঝে আবেগ জাগিয়ে তুল। তোমার ট্রাভেল গাইড বইয়ের জায়গা গুলো বর্ণনা করার জন্য সকল প্যাঁচটি ইন্দ্রিয় ব্যাবহার কর। অবস্তুগত বিশেষ্য পাঠকদের দূরে সরিয়ে দেয়, যেখানে বস্তুগত বিশেষ্য দৃশ্যমান ও পাঠকদের তোমার গল্পের মাঝে ঢুকিয়ে দেয়। পাঠকদের জানিয়ে দেও, কেন তুমি ঐ বিশেষ বিষয়টির উপরে ননফিকশন বই লিখতে চাও। তাদেরকে এমন বোধ করাও যেন তারা তোমার বই পড়ার মাধ্যমে তোমাকে চিনছে। তুমি আসল বস্তু নিয়ে লিখছ, ফ্যাক্ট ও ইনফর্মেশন প্রদান করছ। এই বযক্তিগত ছোঁয়া আবেগ এনে দিবে এবং পাঠকদেরকে ফিকশান এর মতই একটা যাত্রায় নিয়ে যাবে।
৫। আসল গল্পটি
গল্পটি মনে রাখার মত হতে হবে। খবরের কাগজ পড়ো। কোন আর্টিকেল তুমি ভাল মনে রেখেছঃ আবহাওয়ার রিপোর্ট, না কি সেই সত্য গল্পটি যেখানে মানুষ জড়িত ছিল। সম্ভবত দ্বিতীয়টাই। একটি দৃশ্যমান গল্প, একটি শুষ্ক রিপোটের উপর জয়ী হবে। ননফিকশন গল্পের ব্যেপারে তোমাকে যা মনে রাখতেই হবে তা হল, তোমার আসল গল্পটি স্মরণীয় ও আকর্ষণীয় হতে হবে – তবে সেই শুষ্ক রিপোটের ফ্যাক্ট ও ইনফর্মেশন গুলো একটি সৃজনশীল গল্পবালার মাধ্যমে বলা যেতে পারে, অবশ্যই গল্পটির সততা বজায় রেখে।
Image credit: Pixabay[author] [author_image timthumb=’on’]https://writingtipsoasis.com/wp-content/uploads/2014/12/photo.jpg[/author_image] [author_info]Georgina Roy wants to live in a world filled with magic. As an art student, she’s moonlighting as a writer and is content to fill notebooks and sketchbooks with magical creatures and amazing new worlds. When she is not at school, or scribbling away in a notebook, you can usually find her curled up, reading a good urban fantasy novel, or writing on her laptop, trying to create her own.
[/author_info] [/author]